হাওড় বার্তা ডেস্ক রিপোর্ট :- মক্কার আরাফাত ময়দানে এবার হজের খুতবা বাংলা সহ ১৪ টি ভাষায় প্রচার হবে। আগামী ২৭ শে জুন আরাফাত দিবসে মক্কার নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হবে। প্রধান খুতবা দেওয়া হবে আরবি ভাষায়। পাশাপাশি সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সহ সম্প্রচার করা হবে।
এক প্রতিবেদনে এসব তথ্য জানান হারমাইন শরিফাইন। খবরে বলা হয়, গত বছরের হজেও বিভিন্ন ভাষায় খুতবা পড়া হয়েছিলো। তখন বাংলা সহ ১০ টি ভাষায় খুতবা হয়।
সর্বাধিক সংখ্যক শ্রোতাদের কাছে সংযম ও সহশীলতার বার্তা দিতে হজের খুতবা অনুবাদ করে সম্প্রচার করছে দেশটি।
এবার আরও চারটি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। সৌদি আরবের নেতৃত্বে মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীর পরিষেবার উন্নয়নে অন্তহীন সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই দুই পবিত্র মসজিদ বিষয়ক প্রেসিডেন্সির সভাপতি শাইখ আব্দুর রহমান আল- আল সুদাইস।
এ বছর খুতবা সম্প্রচার করা হবে ইংরেজি, ফরাসি,মালয়,উর্দু, ফার্সি,রুশ,চীনা,বাংলা, তুর্কী, হাউসা, স্প্যানীশ, হিন্দি, তামিল ও সোয়াহিলি ভাষায়।
আব্দুর রহমান আল সুদাইস বলেন, অনুবাদ প্রকল্পটির লক্ষ্যে বিশ্বকে ন্যায়পরায়ণতা, ন্যায়বিচার সহনশীলতা এবং মধ্যপন্থি ইসলামের বার্তা পৌঁছে দেওয়া।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া