হবিগঞ্জের পুটিজুড়ী ভাই ভাই ফার্নিচার মার্টের মালিক শামীম আহমেদ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) পুটিজুড়ী ভাই ভাই ফার্নিচার মার্টে প্রায় দুই শতাধিক রোজাদার ইফতার করেন।
ইফতার পূর্বে দেশ-বিদেশের মুসলিম উম্মাহ’র জন্য মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আলী, ইউপি সদস্য মোহাম্মদ জসিম, ইন্সপায়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমান হাবিব, সিলেট বিভাগীয় বাউল প্রেমী বন্ধু মহলের সভাপতি জাকির হোসেন, বিশ্বনাথের গীতিকার টি এইচ তারেক, সাইদুর রহমান, সিজুল আহমেদ, হবিগঞ্জের গীতিকার মাতাল কবি জসিম উদ্দিন, কাজল আহমেদ, মোঃ ফরহাদ, ফুরুক মিয়া, নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর কোষাধ্যক্ষ মোঃ সুমন মিয়া, বিরহী মিলন, হিরা মিয়া, আমরু মিয়া, স্বপন মিয়া, ফারুক মিয়া, জসিম মিয়া, সোহা মিয়া, মামুন মিয়া প্রমুখ।
উপস্থিত অতিথিরা বলেন, প্রচন্ড গরমে কষ্ট করে এই ইফতার মাহফিলের আয়োজন করায় ব্যবসায়ী শামীম আহমেদ কে ধন্যবাদ জানান। ইন্সপায়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমান হাবিব সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসায় হবিগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং এভাবে মিলেমিশে থাকার আহবান জানান। এছাড়া তিনি ঈদের পর বাংলাদেশ বাউল কল্যাণ ফোরাম ইউকে ‘র পক্ষ থেকে সিলেট বিভাগের বাউল প্রেমী সবাইকে গত বছরের ন্যায় হবিগঞ্জে একদিন চা খাওয়ার আমন্ত্রণ
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com