১৬০ টি ফ্লাইটের মাধ্যমে ৬১১৫১ জন হজ যাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
হাওড় বার্তা ডেস্ক
সংবাদ প্রকাশ
শুক্রবার, ২৩ জুন, ২০২৩
৫২৩
বার পড়া হয়েছে
আনিসুর রহমান পলাশ::অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত হজযাত্রীদের নিরাপদে পূণ্যভূমিতে পৌঁছে দেয়ার পবিত্র দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে। এবছর বিমানের প্রি-হজের শেষ ফ্লাইট বিজি৩৩৫ গতকাল ২২শে জুন রাত ০৭:১৫ টায় ২৬২ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে বিমানের প্রি-হজ কার্যক্রম শেষ হয়েছে। এবছর ১৬০টি ফ্লাইটের মাধ্যমে বিমান সর্বমোট ৬১১৫১ জন সম্মানিত হজযাত্রীকে পবিত্রভূমি সৌদি আরবে পৌঁছে দিয়েছে। হজযাত্রী পরিবহনে সম্পূর্ণ নিজস্ব উড়োজাহাজ ব্যবহৃত হয়েছে। হজ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বিমান। আগামী ৩ জুলাই ২০২৩ তারিখ ভোর ০৬:০৫ টায় প্রথম ফিরতি হজফ্লাইট সম্মানিত হাজিদেরকে নিয়ে ঢাকায় অবতরণ করবে।