হাওড় বার্তা
انالله وأنا إليه راجعون
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওসমানীনগর উপজেলার কৃতি সন্তান, ব্রাম্মনগ্রাম,ওসমানীনগর,সিলেট হযরত শাহজালাল ফাযিল ডিগ্রি (প্রস্তাবিত কামিল এম. এ) মাদরাসার অধ্যক্ষ, মাওলানা আমীরুল ইসলাম সাহেব মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় (১৯-০৫-২১ ইং) ইন্তেকালে শোক প্রকাশ করেন, গাউছিয়া জাকারিয়া দরবার শরীফের ছোট সাহেবজাদা মাওঃ মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী, হবিগঞ্জী।
শোকবার্তায় তিনি বলেন, অধ্যক্ষ মাওঃ আমিরুল ইসলাম সাহেব ছিলেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন, উনার ইন্তেকালে ওসমানীনগরবাসী হারালো একজন যোগ্য অভিভাবক। তিনি আরও বলেন, দোয়া করি, আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং উনার পরিবার পরিজন সবাইকে ধৈর্য ধারন করার তাওফিক দান করেন, আমিন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।