
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ওসমানি নগরে ৩ মাস আগে এক কিশোরীকে অপহরণের ঘটনায় মূল অপহরণকারীকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণ হওয়া কিশোরীকে।
আজ রবিবার দুপুরে ছাতক থানার দক্ষিণ খুরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেনপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদ হোসেন।
গ্রেপ্তার ওই অপহরণকারী হল- সিলেট জালালাবাদ থানার ইসলামপুর মানসিনগর গ্রামের বাসিন্ধা আব্দুল মতিন (৫৫)।
অভিযান পরিচালনা করেন জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এবং ওসমানি নগর থানা পুলিশ, এবং এসময় সহযোগিতা করেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, ভুইগাও গ্রামের বাসিন্ধা অলিউর রহমান।
জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, আসামি মেয়েটিকে অপহরণ করে ছাতক থানায় আত্বোগোপনে ছিলো।
মোবাইল ফোন ট্রাক করে ওই কিশোরী উদ্ধার করা হয়েছে। এবং গ্রেফতারকৃত অপহরণকারীকে আব্দুল মতিন কে ওসমানি নগর থানা পুৃলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।