


শান্তিগঞ্জ প্রতিনিধি:: শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ১০০ জন করে ৮০০ জন সদস্য নিয়ে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি ) রাতে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া গ্রামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন প্রয়োজনীয় দিক আলোচনা করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী ছাদিকুর রহমান।
মুরব্বি আব্দুল হামিদের সভাপতিত্বে ও শাহাবুদ্দিন ভুইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও পশ্চিম পাগলা ইউনিয়নের মো. মঈনুদ্দিন, আশাই মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নের আশাদ মিয়া, আসিক মিয়া, দরগাপাশা ইউনিয়নের জমির আলী, আশিক মিয়া, শিমুলবাঁক ইউনিয়নের তৈয়বুর রহমান, নুর মিয়া, রেজুয়ান আহমদ, আতিক মিয়া, পাথারিয়া ইউনিয়নের আজির উদ্দিন, গোপাল পাল, জয়কলস ইউনিয়নের আব্দুল সালাম, হাফিজ হাফিজুর রহমান, সাহাব উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের মাহমুদ খানসহ প্রমুখ৷ এসময় শিমুলবাঁক ইউনিয়নে সংগঠনের জন্য মনোনীত সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

