একটি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন জেলার সব তথ্য, এমন একটি এপস তৈরি করেছেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মাহমুদ পুর গ্রামের মৃত মনির আহমদের ছেলে হাফিজ মোঃ শফি আহমদ।
হাফিজ মোঃ শফি আহমদের কাছ থেকে জানা যায়, একটি অ্যাপ ব্যাবহার করে আপনি সুনামগঞ্জ জেলার সব তথ্য জানতে পারবেন। যেমন রক্ত দাতার যোগাযোগ নাম্বার , জরুরি এম্বুলেন্সের নাম্বার, সুনামগঞ্জ জেলার বিভিন্ন পত্র পত্রিকার সাইট যা সরাসরি ওয়েবসাইটে সংযুক্ত, সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানা পুলিশের যোগাযোগ নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের নাম,আবাসিক হোটেল,ভাড়াটিয়া কার, ভাড়াটিয়া মোটর সাইকেল, ও বিভিন্ন বাসের যোগাযোগ ব্যবস্থা।তিনি আরো বলেন এই অ্যাপস দিয়ে ও আপনার বিভিন্ন পরিক্ষার রেজাল্ট জানা যাবে।
অ্যাপটি সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন।
https://play.google.com/store/apps/details?id=com.techsofi.amarsunamganj
শফি বলেন, আমি আমার জন্ম ভুমি ও হাওড় বেষ্টিত শহর সুনামগঞ্জ জেলাকে পরিচিত করতে চাই সারা দেশ জুড়ে। তাই আমি গত কিছুদিন আগে প্লে স্টোরে ' আমার সুনামগঞ্জ' নামে অ্যাপ পাবলিশ করেছি। আমি ওনেক চেষ্টা করেছি তবুও সবার সাথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় এড করতে পারিনি অনেক কিছু। আপনারা আমাকে আপনার হাতে থাকা তথ্য দিয়ে সাহায্য করবেন। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।