
মনিরামপুর বিশেষ প্রতিনিধি
যশোর জেলার মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মনিরুদ্দিন দফাদারের মেয়ে রাজিয়া। ছোটবেলা থেকে মেধাবী যশোর এম.এম. কলেজ থেকে এম.এ পাশ করে বি.সি.এস পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। স্বামী পড়াশোনার ঘোর বিরোধী ছিলেন। স্বামীর কথা অমান্য করে পড়াশোনা করার অপরাধে ঘুমন্ত অবস্থায় তার দুচোখে এসিড দিয়ে দেন। ডান চোখটা পুরো অকেজো হয়ে যায়। বা চোখে ঝাপসা দেখতে পান মানুষের আকৃতিটুকু দেখতে পান কিন্তু চিনতে পারেন না বা বইয়ের অক্ষর দেখতে পান না। বাংলাদেশের ঢিলে আইন এখনো তার স্বামীর শাস্তি দান করতে সক্ষম হয়নি। সে যা হোক, বাংলাদেশে চিকিৎসায় ব্যর্থ হয়ে তিনি বিভিন্ন মাধ্যম থেকে সহযোগীতা নিয়ে একাধিক বার ভারতের চেন্নাইতে চিকিৎসা নিয়েছেন। তার ডান চোখ কর্নিয়া চেঞ্জ না করলে ভাল হবে না। আর সে আশাও তিনি ত্যাগ করেছেন। এখন বা চোখটাতে একটা লেন্স লাগালে উনি একটা চোখে দেখতে পারবেন। লেন্সটার মূল্য ৮৫ হাজার রূপী। তিনি আগামী ৬ নভেম্বর শুক্রবার তিনি ভারতে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা সকলে তাকে কিছু আর্থিক সহযোগীতা করেছি। আপনারা যদি কেউ সামান্য করে সহযোগীতার হাত প্রসারিত করেন তবে এই বোনটি আবার পৃথিবীর আলো দেখতে পারেন।
যদি কোন বিত্তবান সাহায্য সহযোগিতা করতে চান সরাসরি ০১৪০৭১৩১২৫১ বাংলা নম্বর- ০১৯১৬৫২৮৩০৯ এই নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।