শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

আওয়ামী ওলামালীগ নেতা আব্দুল করিমের বাড়িতে পুলিশের তদন্ত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : আওয়ামী ওলামালীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল করিমের বাড়িতে ২০তারিখ মঙলবার বিকেলে পুলিশ একটি তদন্ত অভিযান পরিচালনা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল হঠাৎ করে আব্দুল করিমের বাড়িতে উপস্থিত হয়ে ঘন্টাখানেক ধরে তল্লাশি চালায়।

তদন্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে আব্দুল করিমের কিছু তথ্য সংগ্রহের প্রয়োজন দেখা দেয়, যার ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।

এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল করিম দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি একসময় স্থানীয় ওলামালীগ এর শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656