শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

আওয়ামী লীগ মারামারিতে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী- পরিকল্পনামন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ মারামারিতে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে পরিণত করতে কাজ করছে। শহরে বসবাস করা মানুষ যেসকল সুযোগ-সুবিধা পায়, গ্রামের মানুষের সেই সকল সুযোগ-সুবিধা পাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করছে। শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন।

রোববার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এম এ ছাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, যারা (বিএনপি) বলে আমরা নির্বাচনে যাবো না। ঠিক আছে ঘরে বসে ঘুমাও। নির্বাচন করতে দিবেন না, এটা বললে জনগণ কখনো মেনে নিবে না। নির্বাচন জনগণের অধিকার। প্রয়োজনে নির্বাচনে আসুন, মানুষ ভোট দিলে ক্ষমতায় আসো।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী হাসান শাহীনের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজা, লেইছ চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহরিয়ার নাজিম।

উপজেলার ৫টি ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, লবণ, তেল, ময়দা, ছোলা, ডাল ও সেমাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656