
হাওড় বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: আজ ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস। দিবসটি মূলত সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। প্রতিবারের মতো এবারও সৌদি আরব অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই দিবস উদযাপন করছে, ১৯৩২ সালের এই দিনে বাদশাহ আবদুল আজিজ অধীকৃত গোটা অঞ্চল নিয়ে তাঁর সউদ গোষ্ঠীর নামকরণে সউদের আরব তথা সৌদি আরব নাম রাখেন। পাশাপাশি তিনি রাজতন্ত্র ঘোষণা করেন।
পৃথিবীর সবচেয়ে পবিএ স্থান মক্কা ও মদিনা এই দেশে থাকার কারণে বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব সম্মানের চোখে দেখে থাকে এ দেশকে। বাংলাদেশি কর্মীরা তিন যুগ ধরে সৌদি আরবে জীবিকার তাগিদে বসবাস করে আসছেন। বর্তমানে প্রায় ২০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক বিভিন্ন পেশায় দেশটিতে নিয়োজিত রয়েছেন।
সৌদিআরব এর ৯১ তম জাতীয় দিবস উপলক্ষে জাতীয় টেলিভিশনে সৌদি নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের কে জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে খাদেমুল হারামাইন শরীফাইন মালেক সালমান বিন আব্দুল আজিজ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।