প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৯:২১ এ.এম
আদালতের রায় অমান্য, ঘর দখলের চেষ্টা
এম আর সজিব, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামের কালাই মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মান্নান চৌধুরীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ শহরের পৌর মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান শিক্ষক মো. মান্নান চৌধুরী তিনি জানান, শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামে তাঁর বাড়ির প্রায় ৬৯ পয়েন্ট ভিটা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে একই গ্রামের মৃত কালাই মিয়া চৌধুরীর পুত্র আব্দুর রউফ, মৃত মশর উদ্দিনের পুত্র রেজাউল ও রুবেল গং।
এই জমি রক্ষায় তিনি সুনামগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন এবং আদালত রায়ে উক্ত জমি তাঁর বলে ঘোষণা দেন ও ভোগদখলের নির্দেশ দেন।
কিন্তু আদালতের রায় অমান্য করে আব্দুর রউফ গং এখনো ওই জমি জবরদখলের চেষ্টা করছে। এমনকি জোর করে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মান্নান চৌধুরী আরও বলেন, "তাদের ভয়ে আমি একজন স্কুলের প্রধান শিক্ষক হয়েও নিয়মিত কর্মস্থলে যেতে পারি না। সামাজিক যোগাযোগমাধ্যমে, রাস্তাঘাটে এমনকি বাড়িতে এসে আমাকে হত্যার হুমকি দিচ্ছে তারা।"তিনি প্রশাসনের কাছে নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে সহায়তার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কংকন চৌধুরী, নওশাদ চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।