শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

আনোয়ারায় কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু 

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৪৭ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে শনিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।কলেজছাত্র আবদুল্লাহ আল মাসুমের লাশ উদ্ধারের পর আনোয়ারা থানায় শতাধিক মানুষ অবস্থান নেন।

মাসুম (১৮) আনোয়ারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ইউছুপের পুত্র।

স্থানীয় সূত্র জানা যায়, মাসুম গতকাল রাত সাড়ে ১২টার দিকে দীপ্ত দত্ত নামের তাঁর এক বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে উপজেলা সদর থেকে ইছামতী এলাকার দিকে যাচ্ছিলেন। পরে ইছামতী এলাকায় স্থানীয় লোকজন রাস্তায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুমের লাশ উদ্ধার করে।

নিহতের পিতা মো. ইউছুপ বলেন,আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656