আনোয়ারা প্রতিনিধি:-
আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছিদ্দিকের বাড়িতে খেলতে গিয়ে পুকুরে ডুবে রিয়া মনি নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় মো.আনোয়ারুল ইসলামের মেয়ে।
শিশুটির বাবা আনোয়ারুল ইসলাম জানান,পরিবারের অজান্তে সকালে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায় তার মেয়ে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমুটিকে মৃত ঘোষণা করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।