শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

আনোয়ারায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৩৩ হজার ভোল্টের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইমরান উদ্দীন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান নোয়াখালী হাতিয়া থানার মৃত রবিউল হকের পুত্র। আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল লাশ উদ্বার করে। লাশটি কর্ণফুলী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় ইউনিয়ন পরিষদের পাশে আরব খাঁন মার্কেটে ছাদের সেন্টারিংয়ের কাজ করার সময় পাশের বিদ্যুতের মেইন তারে লাগে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বন্দর পুলিশ ফাঁড়ির উপ সহকারি পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহাব জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ওই শ্রমিকের লাশ পুলিশের হেফাজতে আছে। নিহতের অভিবাবকরা চাইলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656