মো: নুরুল হক ::: শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও শিক্ষাবিদ আব্দুন নূরের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ও সিলেটে পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার বাদ মাগরিব মরহুমের কনিষ্ঠ পুত্র, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের জালালাবাদ আবাসিক এলাকার বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: সাজিদুর রহমান।
মাহফিলে অন্যানের মধ্যে অংশ নেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সভাপতি ইকরামুল কবির, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহ সভাপতি ও ইত্তেফাক-এর সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক এম এ মতিন, সদস্য ক্বারী মো: ঈসা তালুকদার, শাহদিন আহমদ সামি, শেহজাদ রশীদ চৌধুরীসহ আত্বীয় স্বজন। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ উসমান গণি।
এদিকে, বুধবারে বাদ আসর গ্রামের বাড়ি উজানীগাঁও জামে মসজিদে আয়োজি এক মিলাদ- দোয়া মাহফিল পাড়া প্রতিবেশি ও মুসল্লীরা অংশ নেন। এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা রশিদ আহমদ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।