ডেস্ক রিপোর্ট:: সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে আব্দুল কাদির এন্ড জাহানার দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ২২ নভেম্বর। এবছর ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে ৮ম শ্রেণির মোট প্রায় নয়শত শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় পাচঁটি কেন্দ্রে অংশ গ্রহণ করে। আব্দুল কাদির এন্ড জাহানারা মেধাবৃত্তি পরীক্ষার সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: ছালিক সুমন মাসিক উত্তর সুরমাকে জানান শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতিযোগীতা ও মেধা বিকাশের লক্ষ্যে ২০২৪ খ্রি: আব্দুল কাদির এন্ড জাহানারা মেধাবৃত্তি প্রচলণ শুরু করি।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মো: আব্দুল কাদির ও তার সহধর্মিণীর জাহানারা’র নামে এই মেধা বৃত্তির নামকরণ করা হয়েছে। তাঁদের সুযোগ্য সন্তান জনাব আবুল কালম আজাদ রাসেল এই বৃত্তির সার্বিক সহযোগিতা করছেন। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের অনুরোধে এবছর বৃত্তির পরিসর সম্প্রসারণ করা হয়েছে। অনুষ্ঠিত মেধাবৃত্তির পরীক্ষার ফলাফল ০৭ ডিসেম্বর প্রকাশিত হবে এবং ডিসেম্বর মাসের শেষ দিকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।