শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

আব্দুল গফফার তালুকদার প্রাথমিক-এ জামালগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল গফফার তালুকদার।

তিনি উপজেলার সাচনা বাজার ইউনিয়নের  দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ এ জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার স্বাক্ষরিত এক পত্রে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে তা প্রেরণ করেন। সহকারী প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা মো: ফারজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই গুণী শিক্ষককে জামালগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করায় শিক্ষক ও সামাজিক সমাজে প্রশংসীত হচ্ছেন।

এর পূর্বে তিনি ফেনারবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ে সততা ও দক্ষতার সাথে শিক্ষকতার সুনাম অর্জন করেন।

আব্দুল গফফার উপজেলার বেহেলী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের প্রবীণ মুরব্বি রজব আলী তালুকদার ও মোছাঃ কমলা বিবির পুত্র।

নির্বাচিত শ্রেষ্ট শিক্ষক মোঃ আব্দুল গফফার তালুকদার মহান আল্লাহ্ র শুকরিয়া আদায় করে বলেন, আমি সব সময় চেষ্টা করেছি আমার উপরে রাষ্ট্রীয় নেস্থ দায়িত্ব যথাযথভাবে পালন করার।  তবে মানুষ হিসেবে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকবেই । আমি সব সময় চেষ্টা করি আমার স্কুলের সকল শিশুদের নিজের সন্তানের মতই আগলে রাখতে। সহকর্মীদেরকে নিজের পরিবারের মতো মনে করে মিলেমিশেই পাঠ দান করছি। আমার এই সামাজিক স্বীকৃতি ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

এ খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল গফফার কে বিভিন্ন মহল অভিনন্দিত করছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656