শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

আব্দুস সামাদ আজাদ ও ডা. হারিছ আলী স্মৃতি বৃত্তি ২০২৩ সম্পন্ন।

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান: যাদুকাটা ফাউন্ডেশন কর্তৃক সুনামগঞ্জের দুই উজ্জ্বল মহা পুরুষ আব্দুস সামাদ আজাদ ও ডা. হারিছ আলী’র নামে সুনামগঞ্জ জেলাব্যাপী স্মৃতি বৃত্তি সম্পন্ন হয়েছে।

রবিবার (১লা অক্টোবর) সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শহিদ বীরমুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে যাদুকাটা ফাউন্ডেশনের সভাপতি ও হোয়াইট বার্ড একাডেমির প্রতিষ্টাতা কবি আহমদ আল কবির চৌধুরী’র সভাপতিত্বে এবং হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন ও যাদুকাটা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  ছালিক সুমন যৌথ সঞ্চালনায় ‘ স্মৃতি বৃত্তি স্মারক-২০২৩ অনুষ্ঠানে’ প্রধান অতিথি হিসাবে উপস্তিতি ছিলেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, শহিদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদী, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা, ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ।

স্মৃতি বৃত্তি স্মারক-২০২৩ অনুষ্ঠানে সুনামগঞ্জের ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭৫ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ, সনদপত্র, গাছের চারা ও বই প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656