আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথ'র উপদেষ্টা, জামিয়া মাদানিয়া মাদরাসা বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিবির আহমদ বিশ্বনাথীর সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষ করে দেশে আসা উপলক্ষ্যে আজ শুক্রবার বাদ জুম'আ আলোকিত সুর'র অফিসে সংবর্ধনা অনুষ্ঠানের সম্পন্ন হয়েছে।
ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম কাওছার আহমদের সভাপতিত্বে উপ-পরিচালক এম. মুখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম,মাওলানা জিয়াউল হক, ফোরামের সহকারী পরিচালক সেবুল মিয়া ক্বেরাত বিভাগ পরিচালক হাফিজ শাহ সাইদুর রহমান,ছাত্রনেতা নুরুল ইসলাম নাহিদ, সংগীত পরিচালক এস.কে.এম আশরাফুল্লাহ,জাকির হুসাইন, ইসমাইল হোসাইন প্রমূখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।