
ক্যাম্পাস প্রতিনিধি: পশ্চিম সিলেটের দ্বীনিবিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ২০২৬ শিক্ষাবর্ষের আল ফজল ছাত্র সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি মাদরাসা প্রশাসনের তত্ত্বাবধানে ছাত্র সংসদ কমিটি গঠন করা হয়। এতে সহ-সভাপতি (ভি.পি) নির্বাচিত হয়েছেন জাবের আহমদ, সাধারণ সম্পাদক (জি.এস) হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ যায়েদুল ইসলাম এবং সহকারী সাধারণ সম্পাদক (এ.জি.এস) হয়েছেন হাফিজ ইসতিয়াক আহমদ।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মানসুর আহমদ সাগর, সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন পারভেজ আহমদ সায়েম ও হাফিজ সাব্বির আহমদ, অফিস সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজাম্মিল হক মুবিন, সহকারী অফিস সম্পাদক হয়েছেন মঞ্জুরুল ইসলাম তালহা, অর্থ সম্পাদক ফরহাদ আহমদ রাসেল ও সহকারী অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাকিম বিল্লাহ।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন রাহনুর রহমান রাসেল। প্রচার সম্পাদক পদে রয়েছেন রাজন মিয়া এবং সহকারী প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অলিউর রহমান। সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ আমিমুল এহসান এবং সহকারী সাহিত্য সম্পাদক হয়েছেন আরাফাত আলম অভি।
ছাত্রী প্রতিনিধিত্বে ছাত্রী সম্পাদিকা হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফা সুলতানা। সহকারী ছাত্রী সম্পাদিকা হিসেবে রয়েছেন নাদিয়া বেগম ও বুশরা আক্তার জেলি।
মাদরাসা প্রশাসন ও সংশ্লিষ্টরা জানান, নবগঠিত এই কমিটি শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা আরও বিকশিত হবে বলে মত দেন তাঁরা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।