
আসে চোখে পানি
মুহাম্মদ আল-আমীন--------------------------------------------------
আবার যদি যেতে পারতাম
ছোট কালের দিনে
আনন্দ করে দিন কাটাতাম
আসতো যে সুখ মনে।
বই-খাতা আর কলম নিয়ে
স্কুলে যখন যাই
মনের সুখে খেলার জন্য
বন্ধুদের কে পাই।
পুরোনো এই দিনগুলা আজ
পাবোনা ভাই জানি
মনে পরলে সেই স্মৃতি
আসে চোখে পানি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।