আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি খুব শিগগিরই ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। ক্লাব ও খেলোয়াড় পক্ষের মধ্যে আলোচনার অগ্রগতি এখন উন্নত পর্যায়ে রয়েছে।
তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। জানা গেছে, কয়েকটি বিষয় স্পষ্ট করা এবং সব শর্তে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া বাকি রয়েছে।
ফুটবল মহলের ধারণা, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মায়ামি কর্তৃপক্ষ ও মেসির প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনা দ্রুত গতিতে এগিয়েছে। ফলে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে নতুন এই চুক্তির।
উল্লেখ্য, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। যোগ দেওয়ার পর থেকেই মায়ামিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।