তাজিদুল ইসলাম : আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মো. মুহিবুর রহমানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে ইসলামী তৌহিদী জনতা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাইদুজ্জামান আল হায়দার বলেন, “আল্লাহ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তিকারী মুহিবুর রহমানের বাংলাদেশে কোনো স্থান নেই। যারা ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসন যদি তা করতে ব্যর্থ হয়, আমরা বাধ্য হবো আন্দোলনে নামতে।”
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জাহিদুর রহমান বলেন, “মুহিবুর রহমান শুধু মাজহাব ও হাদিস বিরোধী নন; তিনি ইসলাম বিদ্বেষী ও রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে লিপ্ত। ফেসবুকে আল্লাহ তা’আলার শানে ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করেছিলেন, যদিও পরে তা মুছে দেন। এর মাধ্যমে তিনি উদ্দেশ্যমূলকভাবে জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।”
তিনি আরও দাবি করেন, এই ঘটনাটি শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং সামাজিক বিভাজন উস্কে দেওয়া এবং জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা সাইদুর রহমান,মাওলানা মোজাম্মিল হোসাইন,মাওলানা নেজামুল ইসলাম,মাওলানা মো;জাহিদুর রহমান,মাস্টার জাফর উদ্দিন,প্রভাষক কবির উদ্দিন ও প্রভাষক মো:,নাজির মিয়া প্রমুখ।
এদিকে, শুধু সিলেট নয়, দেশের বিভিন্ন স্থানে মুহিবুর রহমানের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে বলে আয়োজকরা জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।