শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা মুসলমানদের মধ্যে ফেতনা-ফেসাদ সৃষ্টিকারী

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফের উদ্যোগে আশেক্বানে তাজেদারে মদীনা (সাঃ)দরবারে শাহ্ আলী রজা (রহঃ)কমিটির ব্যবস্থাপনায় আগামী ৯ই রবিউল আওয়াল জশনে জুলুছে ঈদে মিলাদুনবী (সাঃ)’র সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও জিকিরে ছেমা মাহফিল নায়েবে সাজ্জাদানশীন হযরত মাওলানা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রজা (মাঃজিঃআঃ) সঞ্চলনায় রহনুমায়ে শরীয়ত পীরে ত্বরিকত হযরত আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন শাহ্ (মাঃজিঃআঃ) সভাপতিত্বে২৯শে সেপ্টেম্বর রোজ বুধবার বাদে এশা চন্দনাইশ উত্তর জোয়ারা শেখ পাড়ায় অনুষ্ঠিত হয়।

এসময় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ওষখাইন আলী নগর দরবার শরীফের শাহজাদা ইফতেখার সাইমুম কাজীম উদ্দীন, চন্দনাইশ ২নং জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন,ইউপি মেম্বার বদিউল আলম,হাছান চৌধুরী,শাহজাদা মিরু সহ আরো অনেকে।

বক্তারা ঈদে মিলাদুন্নবী আয়োজন ও তা পালনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আগামী ১৬অক্টোবর শনিবার সকালে ওষখাইন দরবার শরীফ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে বাদামতল সৈয়দ আমির কুলাল শাহী জামে মসজিদ ময়দানে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দঃ)মাহফিল অনুষ্ঠিত হবে।

বক্তারা আরো বলেন, আল্লাহ ও তাঁর হাবীব মুহাম্মদ (সা:) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই বিশ্ব মুসলিম ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করছে। যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা মুসলমানদের মধ্যে ফেতনা-ফেসাদ সৃষ্টিকারী।

উক্ত প্রস্তুতি সভায় ৯ই রবিউল আওয়াল ১৬অক্টোবর দরবারের সকল আশেক ভক্ত মুরিদানগণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহব্বান জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656