শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

ঈদ আনন্দ উপভোগ করতে ভাসমান সেতুতে হাজার হাজার দর্শনার্থীদের ভীড়! 

আব্দুল্লাহ আল-মামুন
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি।

ঈদের আনন্দ উপভোগ করতে যশোর মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝাপা ভাসমান সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ছোট বড় নারী পুরুষ সাংবাদিক সাহিত্যিক রাজনীতিবিদ ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একটু আনন্দ বিনোদন নিতে ছুটে আসে ভাসমান সেতুতে।

সরেজমিনে ঘুরে দেখা যায় ঝাপা বঙ্গবন্ধু ভাসমান সেতু ও জেলা প্রশাসক ভাসমান সেতুতে হাজার হাজার মানুষের ঢল।দেশে দীর্ঘদিন করোনা মহামারীর কারনে মানুষ কোথায় যেতে পারেনি , এবার সুযোগ পেয়ে ভ্রমণ পিপাসু মানুষ গুলো বিভিন্ন স্থানে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করছে।

উল্লেখ্য যশোর জেলার মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝাপা ভাসমান সেতু টি ঝাপা গ্রামের বাসিন্দারা কোন রকম সরকারী সাহায্য সহযোগিতা ছাড়া কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন।

অবহেলিত ঝাপা গ্রামের বাসিন্দারা ভাসমান সেতু নির্মাণ করে দেশ বিদেশে সুনাম অর্জন করে।সেতু নির্মাণের আগে এই গ্রামের বাসিন্দারা অনেক কষ্টে চলাচল করতেন কেহ অসুস্থ হলে দ্রুত নিতে পারতেন না হাসপাতালে, এছাড়াও বৃষ্টির সময় এলে ঝাপা গ্রামে পানিতে তলিয়ে যেত , এই কারণে ঝাপা গ্রামে অনেকেই আত্বীয়তা করতো না ফলে দীর্ঘদিন চরম সমস্যায় ভুগছিল এলাকাবাসী।

সেতু নির্মাণের পর এলাকার মানুষের পারাপারের সমস্যা দুর হলেও রাস্তা ঘাট গুলো অবহেলিত , বৃষ্টি হলে রাস্তায় কাঁদা চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।এবিষয়ে এলাকার জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656