বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

উন্নয়নকৃত ২ হাজার কিলোমিটার মহাসড়ক উদ্বোধন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

 

মোঃ আফজাল হোসেনঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা “উদ্ভাসিত দেশ উন্নয়নের আলোর, সাথে আছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,” প্রতিপাদ্যটিকে সামনে রেখে, দেশের ৫০টি জেলায় ১০০ টি মহাসড়কের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা৷ সমগ্র দেশব্যাপী ২ হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের শুভ উদ্বোধনের মহেদ্রক্ষণে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সড়ক বিভাগ সুনামগঞ্জের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আজ বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সড়ক-মহাসড়ক উদ্বোধন করেন মননীয় প্রধানমন্ত্রী। ২ হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন, সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি৷ পরে টাঙ্গাইল ও খুলনা বাসী এবং সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে করেন৷ এতে দেশের ৬৪ টি জেলায় প্রশসকের কার্যালয় থেকে সকল দপ্তরের কর্মকর্তার শুভ উদ্বোধন আনন্দে অংশ নেন। তারি অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার সকাল ১০টায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে সামিল হয় এবং পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সুনামগঞ্জে নব-যোগদানকারী জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ এহ্‌সান শাহ্, স্থানীয় সরকার’র উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সড়ক ও জনপথ বিভাগ, সুনামগঞ্জ’র নির্বাহী প্রকৌশলী সওজ মোঃ আশরাফুল ইসলাম প্রামাণিক, এলজিইডি সুনামগঞ্জ’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম, গণপূর্ত অধিদপ্তর সুনামগঞ্জ’র নির্বাহী প্রকৌশলী মোঃ মুমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস্) রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সিনিয়র সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার মাহবুব আলম মাহবুব, সহকারী কমিশনার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী, সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি, সহকারী কমিশনার মোঃ শাহরিয়ার আশরাফ, সহকারী কমিশনার আরিফুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ বোরহান উদ্দিন, সহকারী কমিশনার মোঃ তুরাব হোসেন, সহকারী কমিশনার মেহেদী হাসান, সহকারী কমিশনার দীপংকর বর্মন, সহকারী কমিশনার মোমেন মিনজি, সহকারী কমিশনার মোঃ হাবিবুল্লাহ আকন, মোঃ মোস্তাফিজুর রহমান ইমন৷ এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মোমেন, এডভোকেট রোকেশ লেইস, এডভোকেট হায়দার চৌধুরী লিটন, জেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক প্রকাশ ও সুনামগঞ্জ প্রেসক্লাবে একাংশের সভাপতি পঙ্কজ কান্তি দে, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ, সুনামগঞ্জ সওজ সড়ক অফিসের কম্পিউটার অপারেটর সুদীপ চন্দ্র দাস, মোঃ আমির উদ্দিন, মোছাঃ নাছরিন আক্তার, পলাশ রঞ্জন তালুকদার, টিবলু কুমার বড়ুয়া, সার্ভেয়ার মোঃ নাজমুল হাসান প্রমুখ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট – অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সওজ সূত্র জানায়, অনগ্রসর জনপদের গণমানুষের জীবন মান উন্নয়ন এবং প্রতিবন্ধহীন সড়ক নেটওয়ার্ক স্থাপনের অভিলক্ষ অর্জনে সা দেশে আজ একই সাথে ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক উদ্বোধন করা হয়। এ উন্নয়ন বাংলাদেশের ৮টি বিভাগে। ৫০টি জেলায় ১০০টি মহাসড়কে করা হয়েছে, যার সর্বমোট দৈর্ঘ্য ২,০২১.৫৬ কিলোমিটার। মোট ১৪.৯১৪.৯৫ কোটি টাকা ব্যয়ে ৪৮টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নকৃত মহাসড়কসমূহের মধ্যে ঢাকা বিভাগে ৬৫৩.৬৬ কিলোমিটার, চট্টগ্রাম বিভাগে ২৫৮.৯০ কিলোমিটার, ময়মনসিংহ বিভাগে ১৪২.৪৮ কিলোমিটার, সিলেট বিভাগে ১০৬.১৮ কিলোমিটার, খুলনা বিভাগে ৩৫২.২৬ কিলোমিটার, বরিশাল বিভাগে ১০৭.২৬ কিলোমিটার, রাজশাহী বিভাগে ১৯৬.৮৭ কিলোমিটার এবং ২০৩.৯৫ কিলোমিটার মহাসড়ক রংপুর বিভাগে অবস্থিত।

সড়ক ও জনপথ বিভাগ, সুনামগঞ্জ’র নির্বাহী প্রকৌশলী সওজ মোঃ আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প ৪৬.০০ কিঃমিঃ (সুনামগঞ্জ অংশ) মহাসড়কের আওতায় এসেছে যার ব্যয় ধরা হয়েছে ৯১.৪৩ কোটি টাকা। প্রকল্পের মেয়াদকাল জানুয়ারী-২০১৬ হতে জুন-২০২১ পর্যন্ত। তিনি আরো বলেন, সিলেট-সুনামগঞ্জ (আর-২৮০) সড়কটি একটি গুৰুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক। সড়কটি সুনামগঞ্জ সদর ও অন্যান্য উপজেলা হতে বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকা সহ দেশের অন্যত্র যাতায়াত করার একমাত্র সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যম। সড়কের চেঃ ২২+০০০ (গোবিন্দগঞ্জ) হতে চের ৬৮+০০০ (সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট) পর্যন্ত = ৪৬.০০ কিঃমিঃ সড়ক সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন। এই সড়ক পথে ছাতক শিল্পাঞ্চল হতে উৎপাদিত দ্রব্যাদি দেশের অন্যত্র পরিবহন করা হয়। এছাড়া সুনামগঞ্জ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান যেমন- টাঙ্গুয়ার হাওড়, লাউরের পড়, হাছন রাজার বাড়ী, বাংলা বাউল গানের কিংবদন্তী শাহ্ আব্দুল করিমের জন্মস্থানসহ বিভিন্ন ব্যাক্তিবর্গের জন্মস্থান দর্শনের জন্য বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এই সড়কটি ব্যবহার করে থাকেন। তাই সড়কটি অত্র এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন তথা পর্যটন শিল্পের উন্নয়নের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু সড়কটির প্রশস্থতা কম হওয়ায় এবং সার্ফেস ক্ষতিগ্রস্থ থাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের লক্ষ্যে সিলেট-সুনামগঞ্জ সড়কটি উন্নয়নের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় গত ২৯/০৩/২০১৬ তারিখে সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প একনেক কর্তৃকত অনুমোদিত হয়। উক্ত প্রকল্পের আওতায় ৩টি প্যাকেজের মাধ্যমে (সুনামগঞ্জ অংশে ২টি) সড়কটি প্রশস্থকরণ (৫.৫০ মিটার হতে ৭.৫০ মিটার), আংশিক মজবুতিকরণ, সার্ভেসিং কাজ, ব্রিজিত (আরসিসি) পেডমেন্ট নির্মাণ, ড্রেন নির্মাণ, ইন্টার সেকশন নির্মাণ, রক্ষাপ্রদ কাজসহ অন্যান্য উন্নয়ন কাজ করা হয় যা গত ডিসেম্বর/২০২০ সালে সমাপ্ত হয়। তিনি বলেন, বিভাগীয় শহর সিলেট এবং জেলা শহর সুনামগঞ্জের মধ্যে সরাসরি সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার মাধ্যমে ট্রাফিক চলাচল সহজতর হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলের সাথে ভাল সংযোগ স্থাপনের স্মার্ট এবং দক্ষ সওজ সড়ক নেটওয়ার্ক স্থাপিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উৎপাদিত মৎস ও কৃষিজাত পণ্যের পরিবহন দ্রুততর / সহজতর হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনের সময় ও ব্যয় সাশ্রয়ী রুট হিসেবে গড়ে উঠেছে। তিনি আরও উল্লেখ করেন, ইতোপূর্বে সড়কটির প্রশস্থতা ছিল ৫.৫০ মিটার। ফলে সুষ্ঠুভাবে যানবাহন চলাচল বিঘ্নিত হওয়াসহ বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হতো এবং প্রায়শই দুর্ঘটনা সংগঠিত হতো। উক্ত প্রকল্পের আওতায় সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ২টি প্যাকেজের মাধ্যমে সড়কটির প্রশস্থতা ৭.৫০ মিটারে উন্নীত করায় এবং বাজার অংশে রিজিড পেভমেন্ট, বাস-বে নির্মাণ করায় সুনামগঞ্জ জেলা শহর হতে বিভাগীয় শহর সিলেট তথা রাজধানী ঢাকায় যাতায়াত ব্যবস্থা সহজ, নিরাপদ ও আরামদায়ক হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281