শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে “দক্ষ যুব,গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে উৎসব মুখর পরিবেশে যুব সমাজের অপরিসীম উদ্যোগ, সম্ভাবনাময় মেধা ও সৃজনীশক্তি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন এর আয়োজনে শুক্রবার) সকালে যুব দিবসের উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এক বর্নাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সভাপতিত্বে ও জেলা যুব উন্নয়ন উপ পরিচালক মো: শাহনুর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ছাব্বির আহমেদ আকুঞ্জী, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা সহ আরো অনেকেই। সভা শেষে নানা ক্ষেত্রে যুবকদের বিশেষ সফলতার জন্য জাতীয় যুব পুরস্কার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656