
মিজানুর রহমান মিজান
শান্তিগঞ্জ (প্রতিনিধি) সুনামগঞ্জ : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের রাজনীতিতে আলোচিত তরুণ নেতা সৈয়দ তালহা আলম আনুষ্ঠানিকভাবে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দিয়েছেন। গণতান্ত্রিক সংস্কার জোটের অংশ হিসেবে তার এই যোগদানকে জেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
দীর্ঘদিন ধরে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা তালহা আলম শক্তিশালী মাঠপর্যায়ের সংগঠন গড়ে তুলেছেন। তরুণ সমাজের সঙ্গে নিবিড় যোগাযোগ, নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততার কারণে তিনি এলাকায় একজন গ্রহণযোগ্য ও উদীয়মান রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত।
এবি পার্টিতে যোগদানের বিষয়ে সৈয়দ তালহা আলম বলেন, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা তাকে একটি নৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
তিনি আরও বলেন,“এই ঘটনা আমাকে উপলব্ধি করিয়েছে যে, বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার বিপরীতে একটি সাহসী, নীতিনিষ্ঠ ও প্রো-বাংলাদেশি রাজনৈতিক শক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। সেই বিশ্বাস থেকেই আমি এবি পার্টিতে যোগ দিয়েছি এবং একটি ইতিবাচক পরিবর্তনের পথে কাজ করতে চাই।”
তার এই সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে এবং তরুণ নেতৃত্বের নতুন সমীকরণ গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।