রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহতপাবনা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল গ্রেপ্তারছাতকে দুর্গাপূজা উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশজাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ এর বিতর্ক প্রতিযোগিতায় সম্পন্ন হলো,দোয়ারাবাজারে জিনিয়াস-পাইলট একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপনজামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে সভা অনুষ্ঠিত জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণনাসিরনগরে আলম হত্যার রহস্য উন্মোচন, ছেলের হাতেই পিতা খুনছাতকে নিটল মোটরসের নির্মাণ কাজে চাঁদা দাবির অভিযোগছাতকে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন

এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ বদরুল আমিন, এমসি কলেজ থেকে
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন প্রফেসর গোলাম আহমদ খান। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রফেসর গোলাম আহমদ খান ১৯৬৬ সালের ৩১ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৪ সালে এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে বিএসসি (উদ্ভিদবিজ্ঞান) অনার্স এবং ১৯৮৮ সালে উদ্ভিদবিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী নাঈমুল জান্নাত ক্বোরেশী (ডিএইচএমএস) একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।

প্রফেসর গোলাম আহমদ খান চতুর্দশ বিসিএসের (সাধারণ শিক্ষা) মাধ্যমে ১৯৯৩ সালে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগে যোগদান করেন। ২০০৮ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে তিনি এমসি কলেজে পদায়ন লাভ করেন। এরপর ২০১৪ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ময়মনসিংহ শেরপুর সরকারি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। ২০১৭ সালে সুনামগঞ্জ সরকারি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। ২০১৮ সালে তিনি পুনরায় সিলেট এমসি কলেজে ফিরে আসেন। ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়িত হন এবং বর্তমানে তার পুরনো কর্মস্থল এমসি কলেজে অধ্যক্ষ হিসেবে ফিরে এসেছেন।

প্রফেসর গোলাম আহমদ বলেন, আমি এমসি কলেজে পড়ালেখা করেছি, এখানে শিক্ষকতা করার পাশাপাশি এখন অধ্যক্ষের দায়িত্ব পেয়েছি। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ক্যাম্পাসের শিক্ষার মান ঠিক রেখে ঐতিহ্যবাহী এই কলেজের সুনাম উজ্জ্বল করতে। এজন্য আমি কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীসহ সকলের সহযোগিতা চাই। সকলের একান্ত প্রচেষ্টায় শতবর্ষী এই কলেজ সাফল্যে সবসময় শীর্ষে থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656