
মোঃ বদরুল আমিন
এমসি কলেজ প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বৃষ্টিভেজা দিনে বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা ছুটেন পরীক্ষা কেন্দ্রে। শিক্ষার্থীদের উপস্থিতিতে এসময় টিলাগড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কলেজ সূত্রে জানা যায়, এমসি কলেজে ৫ টি ভেন্যুতে ১০ হাজার ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী এদিন পরীক্ষায় উপস্থিত ছিলেন। আর অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৮৬.৫৮ শতাংশ।
যার মধ্যে বিজ্ঞান বিভাগের ৫ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৫৬২ জন উপস্থিত ছিলেন, মানবিক বিভাগের ৪ হাজার ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৬৮৮ জন উপস্থিত ছিলেন এবং আর ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৭২ জনের মধ্যে ৪৩৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
এবিষয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা-২০২৪-২৫ এর মুরারিচাঁদ কলেজ কেন্দ্রের আহবায়ক প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন জানান, বৃষ্টি কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা কম ছিল। তবে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিয়েছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।