শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

এমসি কলেজে মোহনা সাংস্কৃতিক সংগঠনের নতুন কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

মোঃ বদরুল আমিন

এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সৃজনশীল ও সক্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা সাংস্কৃতিক সংগঠন’ এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার এক উৎসবমুখর পরিবেশে সংগঠনের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

এসময় উপস্থিত ছিলেন- বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন, মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহনাজ বেগম, মোহনার সাবেক সভাপতি পল্লবী দাস মৌ, রাকিবুল হাসান রাফি, অনবদ্য সদস্য সায়েম আহমদ প্রমুখ।

২০২৪-২৫ মেয়াদের সভাপতি জুবায়ের আহমদ রাকিব স্বাক্ষরিত ২০২৫-২০২৬ সালের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে তাহিন আহমেদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক জান্নাতুল হুমায়রা প্রমি মনোনীত হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে বিশ্ব মঙ্গল দাস ও হৃদয় সরকার, সহ-সাধারণ সম্পাদক অনিমেষ ভৌমিক বাপন ও মোহিত দাস দীপ্ত, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার ও অনিন্দ্য ঘোষ, অর্থ সম্পাদক মীর জান্নাত, সহ-অর্থ সম্পাদক ইমরান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জয়দুত দাস অয়ন, সহ-সাংস্কৃতিক সম্পাদক দৃষ্টি চক্রবর্তী ও অভিজিৎ দাস, প্রচার সম্পাদক প্রীতম দাস, সহ প্রচার সম্পাদক রোদেলা দত্ত রাত্রি, দপ্তর সম্পাদক শুভ রাজ দে, সহ-দপ্তর সম্পাদক শান্তা ফেরদৌসী সামিয়া, সাহিত্য সম্পাদক সুমাইয়া সিদ্দিকা তাকি এবং সহ সাহিত্য সম্পাদক অন্যন্যা অনু মনোনীত হয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে মাহদী আহমেদ, আরিফ রহমান, কাওছার আলমকে মনোনীত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656