বার্তা প্রেরক_ মোঃ বদরুল আমিন।
এমসি কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজে যুব রেড ক্রিসেন্ট দল মুরারিচাদ কলেজের উদ্যোেগে এই রক্তদান কর্মসূচি পালিত হয়। এর আগে যুব রেড ক্রিসেন্ট দল মুরারিচাদ কলেজ ইউনিটের নতুন রুম উদ্বোধন করা হয়।
যুব রেড ক্রিসেন্ট দল মুরারিচাদ কলেজের ডেপুটি লিডার-১ রাজিব হোসাইনের সঞ্চালনায় যুব রেড ক্রিসেন্ট দল মুরারিচাদ কলেজের নতুন রুম উদ্বোধন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিক মোছাম্মৎ জেবিন আক্তার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, মুজিব-জাহান রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী, মুজিব-জাহান রক্ত কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল।
এসময় উপস্থিত ছিলেন- যুব রেড ক্রিসেন্ট দলের সাবেক দলনেতা রেজাউল করিম রাব্বি, দলনেতা ডালিম আহমেদ, ডেপুটি লিডার- ২ বখতিয়ার মাহমুদ, সদস্য আবু নাসের, তৈয়বুর রহমান আবির, আবু নাসের, রুহেল আহমদ, আমির হোসেন জাকির, সামিহা তাহসিন, কিবরিয়া আহমেদ সৌরভ, আবিদুর রহমান, মিফতা হাসান, ইউসুফ আল আজাদ নিশাত, সোহাগ আলম, বায়জিদ হোসেন, আলপিনা আক্তার, মোছা. ছালিমা বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন- এমসি কলেজ রিপোটার্স ইউনিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাধারণ সম্পাদক লবীব আহমদ, বিজ্ঞান ক্লাবের সভাপতি আবু সায়িদ জাবির, মোহনার অর্থ সম্পাদক মীর জান্নাত, রোভার স্কাউট গ্রুপের আব্দুল কাহার, রুবেল আহমেদ প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।