


মোঃ বদরুল আমিন : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ৮ম বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, কার্যকরী সদস্য মেহেদি হাসান তানিম, ওলিউর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন- রিপোর্টার্স ইউনিটির সহযোগী সদস্য সাইফুল্লা বিন মুস্তাফা, সাহেদ মিয়া, জুবায়ের আহমদ শফি, রবিউল হাসান, আসিফ মাহমুদ, সাকিব আহমেদ, আব্দুল মাজিদ, নাজমুল ইসলাম, ফারজানা ইয়াছমিন, ফাহিমা বেগম প্রমুখ।
সভায় বক্তারা এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নবম বর্ষে পদার্পণকে স্মরণীয় করে তুলতে নানা মতামত ও কর্মপরিকল্পনা পেশ করেন। উপস্থিত সকলে একমত পোষণ করেন যে, ইউনিটির দীর্ঘ পথচলার এই মাইলফলককে যথাযথভাবে উদযাপনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করা হবে।
সভায় সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয় এবং আগামী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও কলেজের উন্নতি, অগ্রগতি ও অসংগতি মিডিয়ায় তুলে ধরার জন্য আহবান জানানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয়। আগামী ১৩ই সেপ্টেম্বর রিপোর্টার্স ইউনিটি ৮ম বর্ষ পেরিয়ে ৯ম বর্ষে পদার্পণ করবে। ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান আগামী ১৪ ই সেপ্টেম্বর (রোববার) রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

