সব শ্রেণীর মানুষের
ভেদাভেদ ভুলে দিতে
অসাম্য দূর করতে
জীবন রাঙাতে খুশির বার্তা নিয়ে
এলো ঈদ।
হিংসা বিদ্বেষ মিটিয়ে দিতে
সবার সুখে হাসতে
কাঁদতে সবার দুঃখে
ক্ষুধার্ত মানুষের মুখে
খাবার দিতে তুলে
এলো ঈদ।
সবার গায়ে
নতুন কাপড় পড়িয়ে দিতে
ধনী-গরীব, রাজা-প্রজা
সবাইকে এক সারিতে
দাড় করিয়ে দিতে
ভালবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে
জড়িয়ে দিতে-
আগামীর সুন্দর দেশ, জাতি
শান্তির সমাজ গড়তে
এলো ঈদ।
(রচনা::- ২৪-০৫-২০ ইং)
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।