শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দি বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন প্রভাষক মো.মাহবুবুর রউফ নয়ন। নয়ন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের বাসিন্দা ও বরেণ্য শিক্ষাবিদ মো.আব্দুর রউফ ও রত্নগর্ভা মা মোছা: জাহানারা রউফ এর পুত্র।
গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ লন্ডনের একটি অভিজাত হলে প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ইউকেতে বসবাসরত সুনামগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে আবুল লেইছ কে সভাপতি ও অধ্যক্ষ সানাওর আলী কয়েছ কে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুভূতি প্রকাশ করে নয়ন বলেন, সম্প্রীতি সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক ইউকেতে বসবাসরত সুনামগঞ্জ বাসির এক মহামিলন মেলা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সবার সহযোগিতা নিয়ে সেই দায়িত্ব আমি যথাযথ পালন করব।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।