রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ওষখাইন আলী নগর দরবার শরীফের জশনে জুলুছ কাল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৬১৫ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-

আঞ্জুমানে মুত্তাবিয়ানে কানু বাবা (রহঃ) কমিটির ব্যবস্থাপনায় চন্দনাইশের সর্বস্তরেরর সুন্নী জনতার সার্বিক সহযোগীতায় আগামী ৯ই অক্টোবর ২ রবিউল আওয়াল ৪৩হিজরী শনিবার সকাল ৮:০০ ঘটিকার সময় চট্টগ্রাম চন্দনাইশ আরাকান সড়কের গাছবাড়িয়া কলেজ গেইট থেকে জুলুছ সহকারে রৌশনহাট হয়ে কাঞ্চননগর বাদামতল পর্যন্ত প্রদক্ষিণ শেষে বাদামতল হযরত সৈয়দ আমির কুলাল (রহঃ) শাহী জামে মসজিদ প্রাঙ্গনে বাদে যোহর পর্যন্ত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত জুলুছে ছদারত করবেন ৩শত বছরের অধিক প্রাচীন ঐতিয্যবাহি ওষখাইন আলী নগর দরবার শরীফের পীরছাহেব পীরে ত্বরিকত হাফেজ ক্বারী মৌওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন ছিদ্দীকি ওষখাইনগীরি(মঃজিঃআ)।
উক্ত জুলুছের সার্বিক সহযোগীতায় থাকবেন হযরত শাহ্ ছুফি মৌলানা মুহাম্মদ জিয়া উদ্দীন ছিদ্দীকি ওষখাইনগীরি,শাহজাদা মুহাম্মদ জহুর উদ্দীন ছিদ্দীকি ওষখাইনগীরি,চন্দনাইশ উপজেলার সকল সর্বস্থরের সুন্নী জনতা।উক্ত জুলুছ বাদে যোহর মিলাদ কিয়াম অনুষ্টানের মধ্যদিয়ে পরিসমাপ্ত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656