রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ওষখাইন আলী নগর দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ)পালিত: জশনে জুলুসে হাজারো জনতা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৬৭৬ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ওষখাইন আলী নগর দরবার শরীফ এর আশেক ভক্ত মুরিদানগণের উদ্যোগে আশেকানে তাজেদারে মদিনা (দঃ) দরবারে শাহ্ আলী রজা (রঃ)কমিটি ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। ১৬ই অক্টোবর শনিবার সকালে শাহজাদা মাওলানা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রজা (মাঃজিঃআঃ)সঞ্চলনায় ওষখাইন আলী নগর দরবার শরীফের মালেক মঞ্জিলের সাজ্জাদানশীন রহনুমায়ে শরীয়ত পীরে ত্বরিকত হযরত আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন শাহ্ (মাঃজিঃআঃ) নেতৃত্বে ওষখাইন দরবারের অনুসারীরা জশনে জুলুছে অংশ নেন।
জুলুসটি ওষখাইন আলী নগর দরবার শরীফ হইতে আনোয়ারা ও চন্দনাইশ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চন্দনাইশ গাছবাড়িয়া হয়ে কাঞ্চননগর সৈয়দ আমির কুলাল (রহঃ)জামে মসজিদ ময়দানে জমায়েত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জুলুছে স্বাগত বক্তব্য রাখেন- আনোয়ারা বরুমছড়া নঈমীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মাওলানা মাহমুদুল হক নঈমী (মাঃজিঃআঃ),চট্টগ্রাম দক্ষিণ জেলা আহলে সুন্নত ওয়াল জামা’আত বাংলাদেশ সভাপতি আলহাজ্জ্ব মাওলানা খলিলুর রহমান নিজামী (মাঃজিঃআঃ),মোহাম্মদীয়া কুদ্দুচিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আহম্মদ নূর আল কাদেরী,বোয়ালখালী পৌরসভা নব-নির্বাচিত মেয়র মুহাম্মদ জহুরুল ইসলাম জহুর,চন্দনাইশ ২নং জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন,শাহজাদা সাইমুম ইফতেখার কাজিম উদ্দীন।

এই সময় উপস্থিত ছিলেন-শাহজাদা মোহাম্মদ জসিম উদ্দীন,শাহজাদা মোহাম্মদ রফিক উদ্দীন,আব্দুল আওয়াল রুবেল,শাহজাদা মিরু,প্রমুখ।

বক্তারা বলেন,যারা ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুস পালনে বিরোধিতা করে তারা কৃতজ্ঞ উম্মত নয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য ও প্রিয়নবীর (সা.) শাফায়াতের ভাগিদার হতে পারি।

সকালে সূর্য্যের আলো দেখা গেলেও, দুপুরের দিকে সামান্য সামান্য গুড়িগুড়ি বৃষ্টি পড়লেও জুলুছে জমায়েত কোন বাধা হয়নি। সুন্নিজনাতা স্বতঃস্ফূর্ত ভাবে জুলুছে অংশগ্রহণ করে।

জুলুছে কালেমা খচিত ব্যানার, ফেস্টুন সহকারে হাজার হাজার নবী প্রেমিক অংশগ্রহন করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656