মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

“ওয়ান ওয়ে স্কুল” সিলেট বিভাগীয় টিম গঠন!!

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদক: বর্তমান তরুণরা স্বপ্ন দেখে লক্ষ্য পূরণের, বিশ্বাস রাখে অসম্ভবকে জয় করার, নিরলস পরিশ্রম করে দেশের অগ্রগতির লক্ষ্যে।

আর এমনই একদল তরুণ দুচোখ জোড়া স্বপ্ন নিয়ে দেশের অদক্ষ জনশক্তিকে দক্ষ করার লক্ষ্যে, দেশের শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন সাধনে প্রতিষ্ঠা করেছেন “ওয়ান ওয়ে স্কুল” নামক ফ্রী অনলাইন লার্নিং প্লাটফর্ম।

যেখানে তিনটি ক্যাটাগরীতে (একাডেমিক, আইটি ট্রেনিং, সেল্ফ-ডেভেলপমেন্ট) ফ্রী লাইভ কোর্স করানো হয়।
আর উদ্যমী ও উন্নয়নমূলক কার্যক্রমে সিলেট বিভাগের মেধাবী, পরিশ্রমী, নিষ্ঠাবান তরুণেরা সর্বদাই নিজেদের নিয়োজিত রেখে যুগান্তকারী কাজ করে আসছে বহুবর্ষ ধরে।
একই ধারাবাহিকতায় “ওয়ান ওয়ে স্কুল” এর ন্যায় ডিভিশনাল টিম হিসেবে যুক্ত হয়েছেন সিলেটের একদল উদ্যমী, কর্মঠ, মেধাবী, সম্ভাবনাময়, অধ্যবসায়ী, দেশপ্রেমিক তরুণ।

“ওয়ান ওয়ে স্কুল” এর পক্ষ থেকে সমগ্র সিলেট বিভাগকে নেতৃত্ব দিবেন সিলেট ডিভিশনাল টিম:

১. আহনাফ রাফিদ ( লিডার )
২. মাহমুদুল হক জামিল ( কো-লিডার )
৩. সৌমিত্র পদ দে ( এডমিন ম্যানেজার )
৪. প্রমিত দে ( ইউনিভার্সিটি ম্যানেজার )
৫. সাহেদ আহমদ ( কলেজ ম্যানেজার )
৬. আসিফুল আলম খান ( পলিটেকনিক ম্যানেজার )
৭. অনিন্দিতা পাল ( স্কুল ম্যানেজার )
৮. কামরুল হাসান ভূইয়্যা ( কমিউনিকেশন ম্যানেজার )
৯. তোফায়েল আহমদ (প্রমোশন ম্যানেজার)
১০. দেবাশীষ দাশ (আইটি ম্যানেজার)

বাংলাদেশের প্রায় ৩০ হাজার তরুণ সরাসরি উক্ত ফ্রী লার্নিং প্লাটফর্মটিকে পরিচালনার দায়িত্বে থাকবেন। বাংলাদেশের ৮ টি বিভাগ থেকে ৮০ জন এম্বাসেডর বিভাগীয় পর্যায়ে এবং ৬৪ জেলা থেকে ৬৪০ জন এম্বাসেডর জেলা পর্যায়ে নেতৃত্ব দান করবেন।

এছাড়াও উক্ত ফ্রী লার্নিং প্লাটফর্মে যুক্ত থাকছেন সম্মানিত শিক্ষকগণ মেন্টর এবং এডভাইসার হিসেবে।
বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও এবং ফাউন্ডার এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ “ওয়ান ওয়ে স্কুল” এর সাথে যুক্ত থাকছেন এডভাইসার হিসেবে।

বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানে হতে অসংখ্য শিক্ষার্থীরা যুক্ত আছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা পলিটেকনিক এম্বাসেডর হিসেবে।

“ওয়ান ওয়ে স্কুল” হচ্ছে এমন একটি ফ্রী অনলাইন লার্নিং প্লাটফর্ম যার উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে শিখার প্রতি প্রবল আগ্রহ ও ইচ্ছাশক্তি থাকলেও যারা অর্থাভাবে দক্ষতা অর্জনে ব্যর্থ হয়, তারাও যাতে শিক্ষা ও দক্ষতা অর্জনে সমান সুযোগ লাভ করেন।
“ওয়ান ওয়ে স্কুল” এ তিনটি ক্যাটাগরীতে ফ্রী অনলাইন লাইভ কোর্স নিয়ে থাকেন।

(ক) একাডেমিক:

১. এসএসসি ও এইচএসসি একাডেমিক প্রিপারেশন
২. এসএসসি ও এইচএসসি এক্সাম প্রিপারেশন
৩. এসএসসি ও এইচএসসি এডমিশন প্রিপারেশন
৪. বিএসসি / অনার্স একাডেমিক প্রিপারেশন
৫. জব প্রিপারেশন
৬. বিসিএস প্রিপারেশন

(খ) আইটি ট্রেনিং:

১. ডিজাইন ও মাল্টিমিডিয়া
২. ওয়েব ও সফটওয়্যার
৩. সাইবার সিকিউরিটি
৪. রোবোটিক্স ও অটোমেশন
৫. ডিজিটাল মার্কেটিং
৬. থ্রিডি অ্যানিমেশন ও ভিজ্যুয়ালাইজেশন
৭. নেটওয়ার্কিং টেকনোলজি
৮. ক্লাউড কম্পিউটিং

(গ) সেল্ফ-ডেভেলপমেন্ট:

১. আইইএলটিএস ও স্পোকেন ইংলিশ
২. সফট স্কিলস
৩. মেকওভার ও কুকিং
৪. কোরআন শিক্ষা
৫. হ্যান্ডক্রাফট ও আর্ট
৬. সিভি রাইটিং
এছাড়াও “ওয়ান ওয়ে স্কুল” এর শিক্ষার্থীদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের কোর্স করার সুযোগ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281