শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত- পররাষ্ট্রমন্ত্রী

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত। 

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন: করোনা টিকার বুস্টা ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’ এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি একবার করোনা আক্রান্ত হন।

এছাড়া ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তারা সবাই মোটামুটি সুস্থ। প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে তারও পজিটিভ রিপোর্ট এলো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656