শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

করোনার টিকা দ্বিতীয় ডোজ ৪ হাজার ৩৬১ জনের মধ্যে পেলেন ১৮০ জন,,হাওড় বার্তা

এনামুল হক ইমন
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২২ মে, ২০২১
  • ৭৬৮ বার পড়া হয়েছে

 কুমারখালী প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে করোনার টিকা দ্বিতীয় ডোজ ৪ হাজার ৩৬১ জনের মধ্যে ১৮০ জনকে দেওয়া হয়েছে। এই নিয়ে টিকা নিতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছেন প্রথম ডোজ গ্রহণকারীরা। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় চাহিদার তুলনায় টিকার পরিমান অপ্রতুল হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে দরজা আটকিয়ে দ্বিতীয় ডোজ দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান চত্ত্বরে পুলিশ মোতায়েন করা হয় বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আকুল উদ্দিন জানান, কুমারখালী উপজেলায় করোনার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৯ হাজার ৯৩৬ জন। গত ২৬ এপ্রিল প্রথম ডোজ দেয়া শেষ হয়। এরপর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৫৭২ জন। বাকী আছেন এখনও ৪ হাজার ৩৬১ জন।

তিনি আরো বলেন, চাহিদার বিপরীতে মাত্র ১৮০ টি নতুন টিকা পেয়েছি। যা শনিবার সকালেই শেষ হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে প্রথম ডোজ গ্রহণকারীরা। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টিকাদান কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656