শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

কর্মীবান্ধব ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নে নৌকার হাল ধরতে চান শিশির আহমেদ নয়ন

এনামুল হক ইমন
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি 

মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল, মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা ও সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে মানুষের ভালবাসার ডাকে সাড়া দিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার হাল ধরতে চান শিশির আহম্মেদ নয়ন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য ইতি মধ্যে সদকী ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়ীতে গিয়ে ভোটারের সাথে কথা বলছেন। তাদের সুখ দুঃখের কথা শুনছেন।

শিশির আহম্মেদ নয়ন জানান, ‘বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জ্ঞান হওয়ার পর থেকে আওয়ামী পরিবারের সাথে যুক্ত। সেই থেকে রাজনীতিতে পথচলা।বর্তমানে কুমারখালী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলের ও জনগণের চাহিদা অনুযায়ী আগামী ইউপি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’ তিনি বলেন, ‘দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে বিপুল ভোটে আমি নির্বাচিত হব। নির্বাচিত হলে সদকী ইউনিয়নকে কুমারখালী উপজেলার মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।’

তিনি বিশ্বাস করেন শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়ন করতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শিশির আহম্মেদ নয়ন এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন। নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করা সহ আধুনিক ইউনিয়ন গঠন করতে চান।

শিশির আহম্মেদ নয়ন আরও জানান, দল আমাকে নৌকা প্রতীক দিলে ইনশাআল্লাহ আমি অবশ্যই নির্বাচন করবো এবং বিজয়ী হবো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকার হাল ধরতে চাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656