তাসফিয়া জাহান(তিনা) পিতা :জাহাঙ্গীর আলম(আশরাফ)পেশা ব্যবসা ও মাতা :আলফা তামান্না চৌধুরী (গৃহিনী)। শ্রেনী নবম সুনামগঞ্জ জেলা ভিত্তিক মেধা বৃত্তি (কিশোর কন্ঠ) ২০২৪ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছ ,সে জয়নগর বাজার হাজী গনী বক্স উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সুনামগঞ্জ কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরিক্ষায় নবম শ্রেনীতে ৬টি ট্যালেন্টপুল মেধা বৃত্তির মধ্যে সে তৃতীয় স্থান অধিকার লাভ করে।
ভবিষ্যতে তাসফিয়া জাহান তিনা একজন ডাক্তার হতে চায় এবং সুনামগঞ্জের নিপীড়িত ও অসহায় মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে,তাসফিয়া জাহান তিনা সবার দোয়া প্রার্থী।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।