শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

কুমারখালীতে করোনায় আক্রান্ত হয়ে উপসচিবের মৃত্যু-হাওড় বার্তা

এনামুল হক ইমন
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৭৪২ বার পড়া হয়েছে

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে করোনায় আক্রান্ত হয়ে ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মারা গেছেন। সোমবার সকাল ৭ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ৬৬ জন। সকাল ১১ টায় খেদমতে খ্বলক্ক কুমারখালী শাখার সদস্যরা তেবাড়ীয়া গোরস্থানে তার দাফন সম্পন্ন করেন।

পারিবারিক সুত্রে জানা যায়, ডা. জোয়ার্দার আব্দুর রশিদ স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব থাকা অবস্থায় ২০০৮ সালে অবসরে যান। তারপর থেকে তেবাড়ীয়া গ্রামে পৈতৃক ভিটায় তিনি বসবাস করছিলেন। গত ১ সপ্তাহ আগে পরীক্ষা করে তার করোনা পজিটিভ হয়। তারপর থেকে হোম আইসোলেশনে ছিলেন। এবং সোমবার সকালে গুরুতর অসুস্থ হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, ডা. জোয়ার্দার আব্দুর রশিদ ১ সপ্তাহ পূর্বে করোনা পজিটিভ হবার পর থেকে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এবং সোমবার সকালের দিকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656