
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। "মুজিববর্ষে সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা"এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী ও ফায়ার সার্ভিসের আয়োজনে পরবর্তীতে দুর্গাপুর স্কুল মাঠে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম এর সভাপতিত্বে র্যালি ও অগ্নি নির্বাপক মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাষ্টার ইন্সপেক্টর বখতিয়ার রহমান এর সার্বিক তত্বাবধানে অন্যান্যদের মধ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)আকিবুল ইসলাম, সদকী ইউপি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।