প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২২, ১০:২৭ পি.এম
কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার

মো.আব্দুল্লাহ আল যোবায়ের শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শুক্রবার (২৮ জানুয়ারী) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই নাঈমুল হাসান, এএসআই নিপ্রেশ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় জুয়া খেলার তাস ও নগদ ১০,৮৪০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১. মুরাদ মীর (২৫), পিতা-ফখরু মীর, ২. সালাম মিয়া (২৫), পিতা-মৃত রমজান আলী, ৩.শহীদ আলী (৩৫), পিতা-রফিক আলী, ৪. দুলাল মিয়া (৩২), পিতা-মৃত আপ্তাব আলী, সর্বসাং-রাজনগর, ৫.আপ্তাব আলী (৩৫), পিতা-মৃত আকবুল আলী, ৬. শাহিন মিয়া ওরফে বলাই (৩৪), পিতা-আব্দুল আলী, উভয় সাং-কানাইটিকর, ৭। জায়েদ আহমদ শিবলু (২২), পিতা-হাজী আব্দুল মালিক, সাং-মনরাজ, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।