কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার জগতি মিনাপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে একই গ্রামের রহিম (৪৮)। সে ওই এলাকার মৃত মনসুর আলী শেখ। রহিম জগতি সুগার মিলে সিজেনাল চাকুরি করেন।
ভুক্তভোগী নারী জানান, গতকাল বিকাল ০৬ টার সময় বাড়িতে কেউ ছিল না, তখন রহিম আমাকে জোড় করে ধর্ষনের চেষ্টা করে। আমাকে চুল ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায়। আমি বাধা দেয়ার চেষ্টা করলে আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে।
এক পর্যায়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আমি যখন চিৎকার করি তখন শাহানাজ- স্বামী : আসাদুজামান, রুনা আত্তার - স্বামী : বাবু মীর সহ মাসুদ দোকানদার আসে তখন রহিম পালিয়ে যায়।
ভুক্তভোগী নারীর স্বামী বলেন, রহিম অনেক ক্ষমতাধর ব্যক্তি। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা মোমিজের ক্যাডার। বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে যেন আমরা কোন আইনি পদক্ষেপ না গ্রহণ করি। এখন আমার স্ত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে চিকিৎসা শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।