শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের উঠতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহত।

কে এম শাহীন রেজা
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি। 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ট্রেনের নিচে পড়ে জয়নব বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশনে এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। নিহত জয়নব কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মাগুরা এলাকার আহাম্মদ আলীর স্ত্রী এবং গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পোড়াদহ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনে উঠতে গিয়ে জয়নব বেগম পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, ঘটনাটি জনসম্মুখে ঘটেছে এবং পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া জয়নবের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656