
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪৫ পিচ ফেনসিডিলসহ মাদক কারবারি নবাব আটক হলেও কোন এক দৈব ইশারায় তার সংবাদ প্রকাশ হয় নাই। বিষয়টি নিয়ে কুষ্টিয়া শহরে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। গত ২৪শে জুন ভেড়ামারা থানা পুলিশের হাতে কুষ্টিয়া পশ্চিম মজমপুর এলাকার সদর উদ্দিনের ছেলে নবাব উদ্দিন ওরফে নবা আটক হয়। আটকের পর তাকে কোর্টে প্রেরণও করেন ভেড়ামারা থানা পুলিশ।
তথ্য সূত্রে জানা যায়, নবাব উদ্দিন ওরফে নবা কুষ্টিয়া মজমপুরের কসবা ইঞ্জিনিয়ারিং গলির মধ্যে হোটেল গোল্ড স্টার এর নিচে তার নিজ ভাংড়ির দোকান রয়েছে। উক্ত ভাংড়ি ব্যবসায়ের অন্তরালে দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল ও গাঁজার ব্যবসা করে আসছিল। গত কয়েকদিন আগেও তার আরেক ভাই গাঁজাসহ আটক হয় প্রশাসনের হাতে।
এ বিষয়ে ভেড়ামারা থানা ডিউটি অফিসারের সাথে কথা হলে তিনি ফেনসিডিলসহ নবাব আটক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।