শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

জুয়েল মাহমুদ উজ্জল

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫” পালন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দীয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মহোদয় রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকারসহ সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656